সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চাপাতি, রামদা, ছোরা, লোহার রড, খেলনা পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আক্তার হোসেন (২৫), একই এলাকার জজ মিয়ার ছেলে সানি (১৯), জাহাঙ্গীর আলমের ছেলে শাওন রহমান (১৮), পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে জামাল হোসেন (৩৮), বন্দর থানার দেওয়ানবাগ কলাবাড়ি এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলের আইয়ুব হোসেন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার আহাম্মেদপুর এলাকার আব্দুল লতিফের ছেলে শাহিন (৩২)।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, গভীর রাতে ১৫-২০ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাতদল উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মহাসড়কের বিভিন্ন যানবাহনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সকালে তাদের কারাগারে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।









Discussion about this post