নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ জুলাই) ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন কার্যালয়ের উদ্বোধন করেন দুদকের মহাপরিচালক জাকির হোসেন।
এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক জাকির হোসেন বলেছেন, “আমরা অনেক ভালো ভালো কথা বলি। কিন্তু আমাদের আচার-আচরণ রাষ্ট্রের কর্মচারীর মতো না।”
উদ্বোধনের পর মতবিনিময় সভায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. আবুল বাশার, জেলা সিভিল সার্জন মুশিউর রহমান উপস্থিত ছিলেন।

মহাপরিচালক জাকির হোসেন আরো বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। আমরাও দুর্নীতি দমনে কাজ করছি। আমাদের আরও সক্ষমতা দরকার। দুর্নীতি করার প্রক্রিয়া আধুনিক হয়েছে। যারা দুর্নীতি করে তারা স্মার্ট হয়েছে। তাই সময়ের সাথে সক্ষমতা বাড়ানোর বিষয়টি আমরা ভাবছি।









Discussion about this post