সিদ্ধিরগঞ্জে ওষুধের দাম সাত টাকা বেশি নেওয়ায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের জেলেপাড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে সেলিমুজ্জামান বলেন, নাপা ৫০০ মিলিগ্রাম এক পাতা ট্যাবলেটের দাম আট টাকার স্থলে ১৫ টাকা নেওয়ায় সৈনিক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।









Discussion about this post