নারায়ণগঞ্জে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে আল আমিন নামে সাত বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার তারাবো পৌরসভার বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলামীন বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানাধীন জাঙ্গালীয়া এলাকার কামাল হোসেনের ছেলে। সে রূপগঞ্জে পরবারের সাথে থাকতো।
পুলিশ ও এলাকাবাসি জানায়, আল আমিন মঙ্গলবার বিকেলে পরিবারের সাথে খালাতো ভাই কামালের বিয়ের অনুষ্ঠানে যোগদান করে। বুধবার সকাল দশটার দিকে তাদের সঙ্গে বরযাত্রী যাওয়ার কথা ছিল তার। এ কারণে সকাল আটটার দিকে সে হলুদ মাখামাখি করে বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন,স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।









Discussion about this post