নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মিরাজ (১৮) নামের এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
একই সঙ্গে বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে গিয়ে সাজ্জাদ হোসেন (১৮) নামে আরেক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে তৃতীয় শীতলক্ষ্যা ব্রিজের পিলারের সামনে মিরাজের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করেন। সেই সঙ্গে দুপুরে বুড়িগঙ্গা নদীর পাগলাঘাট এলাকায় কলেজছাত্র সাজ্জাদ নিখোঁজ হন।
মিরাজ নারায়ণগঞ্জ সদর শহিদনগর এলাকার আব্দুল খায়ের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিখোঁজ কলেজছাত্র সাজ্জাদ পাগলা নুরবাগের উকিলের বাড়ির ভাড়াটিয়া শাহিন মিয়ার ছেলে। তিনি হাজী মিছির আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এর আগে ঈদের ছুটিতে গত ১৩ জুলাই সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে নদীতে গোসল করতে নামেন মিরাজ। দুপুরে ৪ বন্ধু শীতলক্ষ্যা নদী থেকে উঠতে পারলেও নিখোঁজ হন মিরাজ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, দুপুরে নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাগলা নৌ-ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন বলেন, নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন।









Discussion about this post