আড়াইহাজার প্রতিনিধি: :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার আড্ডা থেকে জুয়া খেলার আলামত হিসেবে ৭৯ হাজার টাকা সহ ১২ জুয়াড়িকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
রোববার (১৭ জুলাই) দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কালিবাড়ি এলাকায় সবুর ভূঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকার জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ওই সময় পুলিশের একটি টহল দল এস আই নূর ই আলম সিদ্দিকী : ১ এর নেতৃত্বে এলাকায় টহল দেয়ার সময় গোপনে সংবাদ পান যে, কালিবাড়ি এলাকায় সবুর ভূঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে।
এ সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, আঃ সবুর ভূঁইয়া (৫৮) মোঃ বাতেন খান (৫৫) হারুণ (৫১) নূর মোহাম্মদ (৩৮) মোঃ নাসির (৫০) রুবেল (২৮) শফিকুল ইসলাম রাসেল (২৮) প্রদীপ (৩৫) রাসেল (৩৪) আবুল কাশেম (৩৯) রকমতউল্লাহ (৩৩)এবং ফারুক মোল্লাহ (৪৫)।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত জুয়াড়িরা এলাকার প্রভাশরী হওয়ায় এবং একেকজন এলাকার সনামধন্যশিল্পপতি ও ব্যবসায়ী হওয়ায় তাদেরকে রাজকীয় ভাবে দামী গাড়ি ব্যবহার করে কোর্টে প্রেরণ করা হয়ছে ।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করে রোববার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। তাদের নামে থানায় জুয়ার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।








Discussion about this post