এবার পুলিশের অস্ত্র লুট মামলার আসামী রূপগঞ্জের ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ নানা অপরাধের হোতা ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালাকে কুপিয়ে হাতের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।
আধিপত্য বিস্তার করার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালাকে কুপিয়ে হাতের রগ কেটে হত্যার চেষ্টা চালায়। দূর্ধর্ষ সন্ত্রাসী হামজালা স্কুলের গন্ডি না পেরুলেও অজ্ঞাসত কারণে এই অপরাধী শাসক দলের নাম ব্যবহার করে সকল ধরণের অপরাধ কর্মকান্ডঅব্যাহত রেখেছিলো। প্রতিপক্ষ সন্ত্রাসী দলও ছিলো ব্যাপক তৎপর ।
শনিবার (১৬ই-জুলাই) উপজেলার ভুলতা ইউনিয়নের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত হামজালা উপজেলার পাচাইখা এলাকার তেলাপাড়ার শাফিউদ্দিন শাফির ছেলে।
এমন হামলার ঘটনায় ভূলতা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে । যে কোন সময় আরো বড় ধরণের কোন অঘটন ঘটনার আশংকা করছে এলাকাবাসী ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা ইউনিয়নের চিহ্নিত অপরাধী হামজালা, ওবায়দুর ও উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান মঈন গ্রুপের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
শনিবার দুপুরে ভুলতায় হামজালার লোক ফাহিমের সঙ্গে প্রতিপক্ষ ওবায়দুর ও আতিকুর রহমান মঈন গ্রুপের লোক পায়েল মিয়ার তুচ্ছ ব্যাপার নিয়ে বাকবিতন্ডা হয়। এসময় ফাহিম রেগে গিয়ে পায়েলকে থাপ্পর দেন। এসময় দুজনের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনা মিমাংসার জন্য বিচার করতে ওবায়দুর ও মঈন রাতে হামজালাকে তাদের শিংলাবো অফিসে ডাকেন। পরে হামজালা ঘটনাস্থলে পৌছেঁ বিষয়টি মিমাংসার চেষ্টা চালানোর এক পর্যায়ে দুইপক্ষের মাঝে বাকবিতন্ডা ও ধাক্কধাক্তি শুরু হয়ে যায়। পরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামজালাকে কুপিয়ে ডান হাতের রগ কেটে ফেলে হত্যার চেষ্টা চালায়। সেই সাথে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
এদিকে হামজালার পরিবারের লোকজনের দাবি, ওবায়দুর ও মঈন পরিকল্পিতভাবে হামজালাকে ডেকে নিয়ে হাতের রগ কেটে হত্যার চেষ্টা চালায়।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজ জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামজালার ডান হাতের রগ কেটে ফেলে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনার সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।









Discussion about this post