রূপগঞ্জে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) বেলা তিনটার দিকে উপজেলার মুড়াপাড়া নামাবাজার এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর মাথা থেঁতলে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছে না। তাঁর পরনে সাদা টি–শার্ট ও কালো প্যান্ট ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাবাজার শীতলক্ষ্যা নদীর পাড়ে মঙ্গলখালী এলাকায় আবদুল আজিজ নামের এক ব্যক্তির একটি পরিত্যক্ত ঘর আছে।
দুপুরে স্থানীয় লোকজন ওই ঘর থেকে দুর্গন্ধ পান। পরে লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ওই ঘরে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক পঙ্কজ কান্তি সরকার বলেন, লাশের পাশ থেকে চিপসের খালি প্যাকেট, কোমল পানীয়ের খালি বোতল, সিরিঞ্জ, সিগারেটের প্যাকেট ও একটি ইট উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ইটের আঘাতেই তরুণীকে হত্যা করা হয়েছে। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন তিনি।









Discussion about this post