রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজ থেকে অপহৃত ১০ম শ্রেণীর ছাত্রীকে (১৫) গাজীপুরের কালিয়াকৈর থানাধীন নিশ্চিতপুর এলাকা থেকে বুধবার রাতে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরণের ঘটনায় জড়িত পারভেজ রহমানকে আটক করেন তারা।
এদিকে বৃহস্পতিবার দুপুরে একই স্কুল থেকে ১০ম শ্রেনীর আরেক ছাত্রী অপহরণ হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
পুলিশ জানায়, গত ২৫ জুন উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ী ফেরার পথে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম নারায়নপুর এলাকার মোন্তাকিজের ছেলে পারভেজ রহমানসহ কয়েজন তাকে অপহরণ করে নিয়ে যায়। বহু খোজাখুজির পর বুধবার সকালে সেই ছাত্রী তার পরিবারের কাছে কৌশলে ফোন করে। দুপুরে অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ রাতে গাজীপুরের কালীয়াকৈর থানাধীন নিশ্চিতপুর এলাকা থেকে তাকে উদ্ধার করেন। এসময় অপহরণের ঘটনায় অভিযুক্ত পারভেজ রহমানকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আটক পারভেজকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এদিকে বৃহস্পতিবার স্কুল ছুটির পর একই স্কুলের দশম শ্রেনীর আরেক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন তার পরিবার।
এমন ঘটনায় সহকারী পুলিশ সুপার( গ- সার্কেল) আবির হোসেন বলেন, অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এঘটনা অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে আরেক অপহরণের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তাকেও উদ্ধাররের চেষ্টা চলছে। তবে পৃথক অপহরণের ঘটনা কিছুটা প্রেমঘটিত বলে ধারনা করছেন সহকারী পুলিশ সুপার।









Discussion about this post