“ধর্মের সঙ্গে করাপশন (দূর্ণীতি) কিভাবে যুক্ত করানো হয়েছে তার একটি উদহারণ টেনে একজন ঈমামের উদ্ধৃতি দিয়ে লুণ্ঠনের মানষিকতা থেকে বেড়িয়ে সাংস্কৃতিক আন্দোলন করতে হবে । অর্থনীতি যে লুষ্ঠন প্রক্রিয়া তীব্র তার বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই করতে হবে ।”
এবাবেই শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন নারায়ণগঞ্জ শহরের আলী চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ বিষয়ক সুধী সমাবেশে উল্লেখিত মন্তব্য করেন । বাসদের জেলা কমিটি সুধী সমাবেশের আয়োজন করে।
এ সময় বাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান বলেন, আওয়ামী লীগের পক্ষে ক্ষমতা ছাড়া সম্ভব না। ভোট হলে আওয়ামী লীগ জিতবে না, এটা তারাও জানে। সুতরাং সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা নিজের কবর খুড়বে না। মুক্তিযুদ্ধ ও জনগোষ্ঠীর যে চেতনা তার সাথে শাসকের অবস্থান পরস্পরবিরোধী। ফলে সংবিধানে যা বলা হয়েছে তার সাথে শাসনব্যবস্থার কোন মিল নেই। মুক্তিযুদ্ধের সময়ের ঘোষণার ধারে-কাছেও তারা নেই। সামনের সংকটকালীন সময়ে ঝড়ের আঘাতে ভেঙে না পড়লেও মাটিতে দেবে যাবে তারা। তবে ক্ষতিটা হবে জনগণেরই।
তিনি আরও বলেন, পঁচাত্তরে গণঅভ্যুত্থান না হয়ে সামরিক অভ্যুত্থান হলো। এর খেসারত দিতে হয়েছে। ৮০ সালে দ্বিতীয় সংকট তৈরি হলো। ২০০৭ সালে তৃতীয় সংকট তৈরি হলো। যাকে মোকাবেলা করতে না পারায় এক-এগারো হলো। এখন চতুর্থ সংকটের দিকে আগাচ্ছি। অতীতের সংকটের চেয়ে কোন অংশে এটি কম হবে না। শাসকগোষ্ঠী কী করবে সেটা ভিন্ন কথা কিন্তু জনগণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে।
সংকট মোকাবেলায় বাম গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা উল্লেখ করে বাসদের কেন্দ্রীয় এই নেতা বলেন, সারাদেশে বামশক্তি বড় হলেও তারা দাঁড়াতে পারছে না। গণমুক্তির জন্য মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যারা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগে অবমূল্যায়ন করা হলেও বর্তমানে অতিমূল্যায়ন হচ্ছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও ধর্মের রমরমা ব্যবসা চলছে।
এসময় মসজিদের একজন ঈমামের অভিজ্ঞতা তুলে ধরে খালেকুজ্জামান বলেন, “ঈমাম সাহেব তার খুৎবায় প্রথমে এক শুক্রবার জুম্মা নামোজের সময় মাদকের বিরুদ্ধে বয়ন করেন । বয়ানে মাদকে ভয়াবহতা উল্লেখ করে সকলকে এই পাপ কাজ থেকে বিরত থাকতে ইসলামের ব্যাখ্যা দেন । নামাজ শেষে মসজিদের সভাপতি ঈমাম সাহেবের খাস কামড়ায় এসে বলেন, “ মসজিদের সেক্রেটারী কি আমার বিরুদ্ধে এই মাদক বিরুদ্ধে কথা বলতে বলেছে ? ঈমাম সাহেব উত্তর দিলেন- কেন ? সভাপতি বললেন, ওই মাদকে বিরুদ্ধে কথা বলার সময় আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেছেন তাই । মাদকের বিরুদ্ধে / আমার বিরুদ্ধে কথা বললে আর এই মসজিদে চাকরী করতে পারবেন না । পরের শুক্রবার জুম্মা নামাজে একইভাবে ঘুষের বিরুদ্ধে বয়ানের পর নামাজ শেষে ঈমাম সাহেবের খাস কামড়ায় এসে মসজিদের সেক্রেটারী ঈমাম সাহেবকে প্রশ্ন করেন, সভাপতি কি আমার বিরুদ্ধে আপনাকে ঘুষের কথা বয়ানে বলতে বলেছেন ? ঘুষের কথা বললে কিন্তু এখানে চাকরী করতে পারবেন না। তাই ঈমাম সাহেব এখন আর ঘুষ আর মাদকের বিরুদ্ধে কথা বলেন না। ধর্মের সঙ্গে করাপশন (দূর্ণীতি) কিভাবে যুক্ত করানো হয়েছে তার একটি উদহারণ ।
এমন উদহারণ কি বাইরে বলা যাবে বলেও মন্তব্য করেছেন খালেকুজ্জামান ।
বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলে সুধী সমাবেশ। বাসদের জেলা কমিটির আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্ব ও সদস্যসচিব আবু নাঈম খানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা প্রমুখ।









Discussion about this post