‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২।
শনিবার (২৩ জুলাই) থেকে শুরু হওয়ায় কর্মসূচী চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।
২৩ জুলাই শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় জেলা মৎস্য দপ্তরের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নারায়ণগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।
এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আয়নাল হক, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ শাহরিয়ার সালমা প্রমুখ।
বিভিন্ন শিল্প কারখানার মালিকরা ইটিপি স্থাপন করলেও ইটিপি ঠিকমতো চালায় না। আমরা তাদেরকে অনুরোধ করেছি অন্তত ইটিপিকে যাতে চুনের ব্যবহারটা ঠিকমতো করে। কিন্তু কেউই ঠিকমতো চুনের ব্যবহার করেনা। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণ রোধে নানা পদক্ষেপ নিচ্ছেন। নারায়ণগঞ্জে ৩ সহস্রাধিক পুকুর রয়েছে। যার মধ্যে আড়াইহাজার ও সোনারগাঁয়ে সবচেয়ে বেশী পুকুর রয়েছে। এছাড়া রূপগঞ্জ, বন্দর ও সদরেও মাছের চাষ হয়। তবে নারায়ণগঞ্জে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে তাতে উৎপাদনকৃত মাছ থেকে ৫০ ভাগ পূরণ হয়। অর্থাৎ নারায়ণগঞ্জে মাছ উৎপাদনে ৫০ ভাগ ঘাটতি রয়েছে। সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ শাহরিয়ার সালমা জানান, ৭দিন ব্যপী কর্মসূচীতে পোনা অবমুক্তকরণ ও মোবাইল কোর্টও পরিচালিত হবে। নারায়ণগঞ্জে শিল্পবর্জ্য যেমন নদী ও খালের পানিতে প্রভাব পড়ছে তেমনি বদ্ধ জলাশয়ে অর্থাৎ পুকুরে মাছ চাষ করা ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক রাতের মধ্যে লাখ লাখ টাকার মাছ মারা যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা মা ইলিশ ও জাটকা ইলিশ সংরক্ষণে নানা পদক্ষেপ নিয়ে থাকি। বাজারে আমরা প্রায়ই মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। যদি কেউ বাজারে রং দেয়া মাছ কিংবা বিক্রি নিষিদ্ধ মাছ যেমন পিরানহা মাছ বিক্রি করে তাহলে আমাদের তাৎক্ষনিক জানাবেন। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব।
সভায় মাছের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, মাছের গুনগত মানের উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে স্বয়ং সম্পন্ন হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।









Discussion about this post