নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন কার্যালয় (উত্তর)। শুক্রবার (২২ জুলাই) ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’জন হলেন- ফতুল্লার দাপা ইদ্রাকপুরের মুছা বেপারীর ছেলে পূর্ব দেলপাড়ার বাসিন্দা মো. মহাসিন (৩২) ও বরিশাল জেলার উজিরপুর থানার ভাবানিপুরের মো. ইকবালের ছেলে পঞ্চবটি হরিহরপাড়ার বাসিন্দা মো. ইমরান।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল শুক্রবার ভোররাত সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ফতুল্লার দেলপাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রথমে ইমরানকে ১ হাজার পিস ও পরে মহাসিনকে তার ফ্ল্যাটের ভিতর থেকে গ্রেফতার করে। মহাসিনের দেখানো মতে ঘরে থাকা স্টিলের আলমারীর ভিতর থেকে ৩ হাজার পিস এবং তার প্যান্টের পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ ৩ লাখ উদ্ধার করে।
এ বিষয়ে ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) তেজগাঁও সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দু’টি মাদক মামলা দায়ের করা হয়েছে।









Discussion about this post