আড়াইহাজারে স্বর্ণ পরীক্ষার আধুনিক যন্ত্র নিয়ে একরাতে দুই বাড়ি লুট করেছে ডাকাত দল। ডাকাতি শেষে পরীক্ষা করে স্বর্ণালংকার আলাদা করে ইমিটেশনের অলংকার ফেলে গেছে ডাকাত দল।
রোববার রাতে উপজেলার দুপ্তরা ইউনিয়নের পাচঁগাও দেওয়ান পাড়া ও হাটখোলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা ঠিকাদার ব্যবসায়ী হারুনুর রশিদ খান জানান, ওই রাতে অনুমান সাড়ে ৩টার দিকে তার দ্বিতল ভবনের জানালার গ্রিল কেটে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাতদল ভেতরে প্রবেশ করেই অস্ত্রের মুখে পরিবারের সব সদ্যস্যদের জিম্মি করে এবং হাত-পা বেঁধে ঘরে থাকা ১০ লাখ টাকা, ৫০ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, দামি মোবাইল সেটসহ সর্বস্ব লুটে নিয়ে চলে যায়। যাওয়ার সময় ডাকাত দল বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে যায়। পরে এলাকাবাসী এসে তালা ভেঙে তাদের উদ্ধার করে।
একই রাতে একই ইউনিয়নের দুপ্তারা হাটখোলাপাড়া গ্রামের ব্যবসায়ী বাবুলের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল রাত ২টার দিকে গেটের তালা ভেঙে ও ঘরের ৪-৫টি দরজা ভেঙে গৃহকর্তা বাবুলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ৫ লাখ টাকা, ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ডাকাতির ঘটনা থানায় মামলা হবে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।









Discussion about this post