ফতুল্লায় বোনকে মারধরের প্রতিবাদ করায় হাশেম মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ভগ্নিপতির বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাশেম মোল্লা ওই এলাকার মৃত নূর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, হাশেম মোল্লার ছোট বোন পুস্পাকে বিয়ে করেন একই এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন। তাদের সংসারে তিন ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকেই প্রায় সময় স্ত্রীকে নির্যাতন করতেন আল আমিন। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার বিচার সালিশও হয়েছে। এরপরও আল আমিন স্ত্রীকে মারধর করে আসছিলেন।
সর্বশেষ মঙ্গলবার রাতে আল আমিন তার স্ত্রীকে মারধর করছিলেন। বিষয়টি দেখে প্রতিবাদ করেন তার বড় ভাই হাশেম মোল্লা। এতে ক্ষিপ্ত হয়ে ভগ্নিপতি আল আমিন তাকে ছুরিকাঘাত করেন। আশপাশের লোকজন হাশেমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, নিহত হাশেম মোল্লার মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে ।









Discussion about this post