সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে এক যুবককে পিটিয়ে ভাইরাল হওয়া সেই শাহ আমকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশের সোর্স হিসেবে পুরো এলাকায় ব্যাপক পরিচিতি থাকলেও এমন নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ শাহ আলমকে আটক করে পেন্ডিং মামলায় আদরতে পাঠায়।
শুক্রবার সকালে তাকে আটক করে ডাকাতির মামলায় আদালতে তাকে প্রেরণ করা হয়েছে ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। সে ভিডিওতে দেখা যায় শাহ আলম নামের এক যুবক মিউজিক ছেড়ে নাচতে নাচতে এক যুবককে বেধম পেটাচ্ছে। শাহ আলম নামের যুবকটি নাচতে নাচতে কিছুক্ষন পর তার তাকে একটি পাইপ দিয়ে এলোপাতালি পেটাচ্ছে যুবকটিকে। পেটানোর সময় যুবকটি হাউমাউ করে চিৎকার করলেও সে একের পর এক আঘাত করতে থাকে। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বিভিন্ন কমেন্স করে ভিউয়াররা। এ ভিডিও পুলিশের দৃষ্টিগোচর হলে তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা আদালতে শাহ আলমকে প্রেরণ করে।
সুত্র জানায়, শাহ আলম নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ও সন্ত্রাসী কাজে লিপ্ত রয়েছে। সাধারন মানুষকে জিম্মি করে মারধর করে অর্থ আদায় করাই তার পেশা। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। সে পুলিশের সোর্স পরিচয় দেয়ায় কেউ কিছু বলতে সাহস পায়নি। অবশেষে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরই পুলিশ তাকে আটক করে। শাহ আলমের বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের কাবলিগঞ্জ এলাকায়। সে বর্তমানে মোগরাপাড়া চৌরাস্তা বাড়ি মজলিম গ্রামে বোনের বাড়িতে বসবাস করে। শাহ আলম যাকে পেটাচ্ছে সেও নাকি ডাকাত সাদ্দামের সহযোগী।
নারায়ণগঞ্জ আদালতের কয়েকজন আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতকে মিথ্যে তথ্য দিয়ে আসামীকে সোনারগাঁ থেকে পাঠানো হয়েছে । ফলে অতি দ্রুত এই আসামী জামিন পেয়ে যাবে।েআদালতকে মিথ্যে তথ্য প্রদান করাও অপরাধের আওতায় পরে ।
সোনারগাঁ থানা পুলিশ জানান, শাহ আলমের ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শাহ আলমের ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। দুই ডাকাতের দ্বন্দ্বে ভিডিওটি ভাইরাল করা হয়। নির্যাতিত যুবক ডাকাত সাদ্দামের সহযোগী। লেনদেন নিয়ে দ্বন্দ্বে ওই যুবককে পেটায় শাহ আলম।
তিনি আরো জানান, শাহ আলমের সঙ্গে পুলিশের কোনো সর্ম্পক নেই। পুলিশের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়, ডাকাতি ও মাদক ব্যবসা করতো সে।









Discussion about this post