বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদি হাসান নামে এক যুবক খুন হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টায় দেওভোগ শেষ মাথা এলাকায় এঘটনা ঘটে।
নিহত মেহেদি (২৩) দেওভোগ শেষ মাথা এলাকার শফিকুল ইসলামের ছেলে।
নিহতের বোন দোলন জানান, কে বা কারা আমার ভাইকে বুকে পিঠে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করেছে আমরা এখন বলতে পারছিনা।
ভিক্টোরিয়া হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন ছুরিকাঘাত প্রাপ্ত মেহেদি (২৫) কে মৃত ঘোষনা করেছেন।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বলেন, মেহেদি হাসানের বুকেসহ ভিবিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারন ও হত্যাকারীদের সনাক্তের চেষ্টা চলছে।









Discussion about this post