জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, সবচেয়ে বড় দুর্নীতি হলো ভোটের দুর্নীতি। বিদেশিরা যখন শোনে বাংলাদেশ মানুষ স্লোগান দেয় আমার ভোট আমি দেব, দিনের ভোট দিনে দেব। তখন তারা হাসে। দিনের ভোট তো দিনেই হয়। তাদের কীভাবে বোঝাবো বাংলাদেশে দিনের ভোট রাতে হয়। সরকারের প্রতিটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি করছে। বিদ্যুৎকেন্দ্রের নামে হাজার কোটি টাকা লুট করেছে। কুইক রেন্টাল নামে কুইক চুরি করছে।
রোববার (৩১ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সোহেল বলেন, ৫৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সুইচ ব্যাংকে এখন আর টাকা রাখার জায়গা নেই। সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








Discussion about this post