মানুষের সেবার মান বাড়াতে রূপগঞ্জ থানা পুলিশকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
সোমবার (১ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ডিআইজি হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।
পরে থানা আঙ্গিনায় বৃক্ষ রোপণ, কনফারেন্স রুম ও সেবা গ্রহিতাদের জন্য একটি রেস্ট হাউজ উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের এই ডিআইজি।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, নারায়ণগঞ্জ গ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, ওসি (তদন্ত) হুমায়ুন কবির প্রমুখ।









Discussion about this post