সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘিতে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে সাইফুল ইসলাম রাব্বানী নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত ছিল বলে জানান স্থানীয়রা।
নিহত রাব্বানী চট্রগ্রামের সন্দীপ উপজেলার সন্তুশপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে স্ত্রী ও দুই পুত্র সন্তানদের নিয়ে সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘির পাড় এলাকার রতনের বাড়ী ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানার সিভিল টিমের দারোগা সিরাজুল ও দরোগা মাসুদ সহ এরা কয়েকজন পুলিশ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম রাব্বানীকে ধাওয়া করলে তারা দিঘীতে ঝাপিয়ে পড়ে এরপর থেকেই সাইফুল ইসলাম রব্বানী নিখোঁজ ছিল। দিঘীর উত্তরপাড় এলাকায় তার লাশ দেখতে পাওয়া যায়।
সোনারগাঁ থানার পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধে জানান, কয়েক;দিন আগে ভাইরাল হওযা নৃত্য করে সোর্স শাহ আলমের কান্ডে পুলিশ পুরোপুরি অস্বীকার করে এই শাহ আলমকে চিনেন না । অথচ এই শাহ আলম ই সোনারগাঁ থানার সিভিল টিমের প্রধান দারোগা সিরাজুল ও দরোগা মাসুদের একনিষ্ট সোর্স । আর এই দারোগা সিরাজুল ও দরোগা মাসুদের শেল্টারেই সোর্স শাহ আলম ঔধ্যত্বপূর্ণ কান্ড ঘটানোর সাহস করেছে। এমন ঘটনায় নারায়ণগঞ্জ আদালতে মিথ্যে তথ্য দিয়ে কুখ্যাত অপরাধী সোর্স শাহ আলমকে উর্ধতন কর্মকর্তাদের চাপের মুখে গ্রেফতার করে সোনারগাঁ থানার দায়ের করা ৩৯৪ ধারায় দায়ের করা ৫০(৬)২২ নাম্বার মামলায় আদালতে প্রেরণ করে। দারোগা সিরাজুল নিজেকে থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমানের বন্ধু (বেসমেট) পরিচয় দিয়ে সকল ধরণের অপরাধ কর্মকান্ডের সৃষ্টি করে । আর এই সিভিল টিম সারারাত ব্যাপী ডাকাত ধরার নাম করে শাহ আলমের মতো অপরাধীদের দিয়ে ডাকাতি করায় বলে জোড় অভিযোগ রযেছে পুরো সোনারগাঁয়ে । এমন অপকর্ম প্রকাশ না পেলেও সোনারগাঁ থানার সিভিল টিমের এএসআই মজিবরকে ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে ।
নিহতের স্ত্রী আখীনূর আক্তার জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামের এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নেয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। তার পকেটে একটি সাংবাদিকের কার্ড পাওয়া গেলেও মূলতঃ তিনি সাংবাদিকতা করতেন না। সাংবাদিকের কার্ড ব্যবহার করতো সাইফুল ইসলাম রাব্বানী।
সোনারগাঁ থানার ওসি তদন্ত তারিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
সিভিল টিমের ধাওয়ায় সাইফুল ইসলাম রাব্বানীর মৃত্যুর ঘটনার বিষয়ে জানতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই ।









Discussion about this post