বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ দুটি ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর ও মেঘনার প্রতাবনগর এলাকায় দুটি অবৈধ চুনা ফ্যাক্টরিতে উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে বানিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়। অবৈধ গ্যাস ব্যবহারকারী দুটি ফ্যাক্টুরির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাধা আসলেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন, তিতাসের প্রকৌশলী মেজবাহ উদ্দিন আহম্মেদ, প্রকৌশলী রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।









Discussion about this post