বাঘ, স্বভাবে সে হিংস্য প্রানী , বাঘের কথা বললে শিউরে উঠে শরীর। নামে ছড়ায় আতংক। যার বসবাস গভীর বন জঙ্গলে। তবে কিছুদিন ধরে সেই বাঘ দেখা যাচ্ছে ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে। এতে আতংকিত হয়ে পড়েছে পূর্বাচলে বসবাসরত বাসিন্দারা।
জানা যায়, গত মঙ্গলবার পূর্বাচলের ২৫ নম্বর সেক্টরে ধারন করা একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
স্বপন নামে এক যুবকের ধারন করা সেই ভিডিওতে দেখা যায় দুটো বাঘের শাবক পূর্বাচলের পিচঢালা সড়কে হাটাচলা ও খেলা করছে। এরপর থেকেই এলাকায় ছড়িয়ে পরে বাঘ আতংক।
এলাকাবাসী জানান, পূর্বাচলের ২৪ আর ২৫ নম্বর সেক্টরের বড় একটি অংশ বনবিভাগ শহরের সৌন্দর্যবর্ধনে রেখেছেন। গভীর গজারী বন সে এলাকায় বিদ্যমান। বনের ভিতর অন্যান্য প্রাণীর অভয়ারণ্য থাকলেও বাঘ চোখে পড়েছে এই প্রথমবার। এলাকার অনেকের চোখে পড়েছে জলজান্ত বাঘ।
বাঘ আতংক ছড়িয়ে পরার পর অনেকে আর সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছেন না। জরুরী প্রয়োজনে লাঠিসোটা নিয়ে চলাচল করছেন তারা। বিপাকে রয়েছেন শিশু আর গবাদী পশুদের নিয়ে। অনেকে গবাদী পশু বনের ধারে খাবার খাওয়ার জন্য রাখলে নিখোজ আর অজ্ঞাত কারনে মারা যাচ্ছে বলেও জানান অনেকে।
পূর্বাচলে নিরবতার সুযোগ নিয়ে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এখন লোকালয়ে শুরু হয়েছে বাঘের বিচরন। এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য এ এলাকার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রূপগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্তকর্তা রূপগঞ্জ ডাঃ মোঃ রিগান মোল্লা বলেন, বাঘের শাবক দুটোকে চিতা বাঘ প্রজাতির দাবি করে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর বলছে, একসময় বনবিভাগের এসব জমিতে গভীর বন ছিল। সে সময় থেকে এখানে বাঘ থাকতে পারে। বর্তমানে খাদ্যর অভাবে বাঘগুলো লোকালয়ের কাছাকাছি আসতে পারে বলে ধারনা তাদের।









Discussion about this post