রূপগঞ্জে অবৈধ পন্থায় আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় ৩ টি পয়েন্ট অভিযান চালিয়ে ২’শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তারা।
বুধবার (১৭ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার। এ নিয়ে তারাবো পৌরসভা থেকে ১৬ হাজার ২ ‘শ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগ জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়েছে একটি ক্ষমতাসীন দলের নাম ব্যবহারকারী প্রভাবশালী মহল। অবৈধভাবে নেয়া হয়েছে অর্ধলক্ষ অবৈধ সংযোগ। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান করছেন তারা।
বুধবার কর্নগোপ এলাকায় উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া অবৈধ আবাসিক সংযোগ সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ ব্যবস্থাপক প্রকৌশলী মো রিফাত আব্দুল্লাহ এর নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সহায়তায় বিচ্ছিন্ন করা হয়।









Discussion about this post