ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ দেখে ফেনসিডিল ও প্রাইভেটকার ফেলে পালিয়েছেন তিন মাদক কারবারি।
পরে ঘটনাস্থল থেকে ১৬০ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে মদনপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় প্রাইভেটকারে ড্রাইভারসহ দুই অজ্ঞাত ব্যক্তিকে আসতে দেখে সিগন্যাল দেয়। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করার সময় আসামিরা প্রাইভেটকার রেখেই দৌড়ে পালিয়ে যান।
ওসি নবীর হোসেন আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা তাদের নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, একজন কর্মকর্তা বরাবরই মাদক আটকের বিষয়ে নানাভাবে বিধি নিষেধ আরোপ করার কারণে নারায়ণগঞ্জের কোন থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করতো না । ফলে মাদকের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করে । একেকজন মাদক ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন । এরই ধারাবাহিকতায় নাারয়ণগঞ্জে কন্টেইনার বোঝাই করে মদ, ফেনসিডিলসহ লাখ লাখ ইযাবা ব্যবসা করছে মাদক কারবারীরা। আশ্চর্য হলেও সত্যি নগরীর বিটু নামের একজন মাদক কারবারী কোটি টাকার মালিক । এমন অসংখ্য বিটু প্রতিটি পাড়া মহল্লায় বিনা বাধায় মাদক ব্যবসা চালিয়েই যাচ্ছে।









Discussion about this post