রূপগঞ্জ থেকে বিদেশি রিভলবারসহ ‘ডেঞ্জার গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, একটি টেঁটা, চারটি রামদা ও তিনটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার মো. জাকিরের ছেলে মো. সাজ্জাদ, ডহরগঞ্জ এলাকার খালেকের ছেলে সাদেক, চাঁদপুরের মতলব উপজেলার নারায়ণপুর এলাকার মোশারফের ছেলে মো. রবিউল, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বইশ পাট্টা এলাকার সাইফুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দীঘলদী দক্ষিণ পাড়া এলাকার আনাস মিয়ার ছেলে আরমান। তারা সবাই ১৯-২০ বছর বয়সী।
র্যাব জানায়, আটকরা ‘ডেঞ্জার গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post