সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে পুলিশের দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির পাঁচ অনুসারীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ সময় গ্রেফতারকৃত আসামীদের ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন মতির আরেক ঘনিষ্ট সহযোগী তেলচোরদের হোতা আশরাফ উদ্দিন ওরফে আশরাফসহ বেশ কয়েকজন।
গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি টিম সিদ্ধিরগঞ্জের এসো মন্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
বুধবার দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার।
গ্রেফতারকৃতরা হলো- এসো বার্মাস্ট্যান্ড এলাকার মৃত: সাইজুদ্দিনের ছেলে মো: ফারুক হোসেন (৪০), মো: সিদ্দিক ভুইঁয়ার ছেলে মো: ইয়ার হোসেন ভুঁইয়া (৫০), মৃত: আমির আলী মন্ডলের ছেলে মো: মতিউর রহমান মন্ডল (৬৫), হোসেন সরদারের ছেলে মো: সিব্বির হোসেন (৪২) ও মৃত: আ: মান্নানের ছেলে মো: জসিম উদ্দিন (৩০)।
সূত্রে জানা যায়, গত বছরের (২০২১ সাল) পুলিশের দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় গত বছর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা (মামলা নং-১৪) দায়ের করেন। উক্ত মামলায় ওয়ারেন্ট থাকায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ঘনিষ্ট হিসেবে পরিচিত এবং নানা অপরাধের সাথে যুক্ত পাঁচ অনুসারীকে গ্রেফতারের পর থেকেই মতির আরেক ঘনিষ্ট সহযোগী আশরাফ উদ্দিন ওরফে আশরাফকে থানায় দৌড়ঝাঁপ করতে দেখা যায়। এমনকি গ্রেফতারকৃতদের ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন আশরাফসহ তার বেশ কয়েকজন সহযোগী।
নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, আসামীদের গ্রেফতারের পর থেকেই তিনি (তেলচোর আশরাফ) তদবির করতে থানায় চলে আসেন। তিনি নিজেকে একটি পত্রিকার প্রকাশক দাবী করলেও এই পত্রিকার কোন ডিক্লারেশন না থাকর পরও প্রশাসনের চোখ কে ধূলো দিয়ে ভূয়া কাগজ তৈরী করে আইনশৃংখলা বাহিনীর অসাধু কর্মকর্তাদের তৈলমর্দন করতেই এই প্রচারপত্র চালিয়ে যাচ্ছে । একই সাথে আইনশৃংখলা বাহিনীর অসাধু কর্মকর্তাদের তৈলমর্দন অপরদিকে জ্বালানী তেল চুরির মহোৎসব চালাতে তেলচোর আশারফ ওরফে সোর্স আশরাফ ওই প্রচারপত্রকে ঢাল হিসেবে ব্যবহার করে যাচ্ছে। তেল চুরি ও তৈলমর্দন ছাড়াও এই জ্বালানী তেল চুরির বিশাল একটি অংশের টাকা অসাধুদের দপ্তরে দপ্তরে পাঠিয়ে দিয়ে আশরাফের চোরাই কারবার ঠিকমতো চালিয়ে যাচ্ছে । প্রতিনিয়তঃ ওই প্রচারপত্রে কোন না কোন কর্মকর্তাদের তৈলমর্মন করে খবরের আকারে ছাপানো রঙ্গিন কাগজ দেয়ালে দেয়ালে প্রচার করে যাচ্ছে ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, গ্রেফতার সকলেই পুলিশের দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারের পর বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তবে তদবিরের বিষয়টি জানতে চাইলে ওসি বলেন, অপরাধীদের পক্ষ হয়ে যে তদবির করতে আসবে তাকেও আটক করা হবে। আমাদের কাছে অপরাধীদের কোন স্থান নেই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে ।









Discussion about this post