ফুটওভার ব্রিজের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
এর আগে গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দড়িকান্দী এলাকায় জাওয়াদ ও তার মায়ের নানি আনোয়ারা বেগম সড়ক পারাপারের সময় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হন। এর প্রতিবাদে আজ তার স্বজন ও এলাকাবাসীরা একত্রিত হয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন করে। এসময় তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয়রা ওই অবরোধে অংশ নেয়।
মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিমাসেই এখানে দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের দুইপাশেই রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। তারা মহাসড়ক পার হতে গিয়ে মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনা এড়াতে ও ছাত্র-ছাত্রীদের নিরাপদ চলাচলের ফুটওভার ব্রিজ অবশ্যই প্রয়োজন। এজন্য দ্রুত দাবি বাস্তবায়নের চান শিক্ষার্থীরা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির হোসেন বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দী এলাকায় মানববন্ধন করে। পরে মহাসড়কে অবস্থান নিলে হাইওয়ে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। এতে কিছুসময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।









Discussion about this post