চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খাবার নিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চাষাড়ায় উদ্বাধন হতে যাচ্ছে “চাটগাইয়া মেজ্জান“
আগামী পহেলা (১ সেপ্টেম্বর) বৃহস্পতিদবার থেকে শুরু হচ্ছে এই ঐতিহ্যবাহী “চাটগাইয়া মেজ্জান“ এর পথচলা ।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ তোলারাম কলেজের মোড় ডাক বাংলার বিপরীতে অভিজাত খাবার ঘর “চাটগাইয়া মেজ্জান“ এ থাকছে সাদা ভাত , চালের রুটি, মেজবান গোস্ত, মেজবান ডাল গোস্ত, গরুর কালা ভূনা, গরুর পায়ার ঝোল, গরুর মাথার মুগ ডাইল, চুইঝাল, মোগর পোলাও, গরুর নলি, ও মজাদার বাংলা খাবার ।
পাশাপশি সাপ্তাহিক আয়োজনে থাকছে :
চাটগাইয়া মেজ্জান স্পেশাল গরুর কাচ্চি, খাসির কাচ্চি, খাসির লেগ রোস্ট , হরেক রকমের ভর্তা, হাঁসের গোস্ত, চিংড়ি মালাই কারি, গরুর গ্লাসি ও মজাদার সকল বাংলা খাবার ।
একই সাথে যে কোন অনুষ্ঠানে সব ধরণের খাবার বুকিংয়ের জন্য ০১৯৯৩৯৮৯২৪৫ এই নাম্বারে যোগাযোগের জন্য সার্বক্ষনিক ব্যবস্থা রাখা হয়েছে।









Discussion about this post