সোনারগাঁও পৌরসভার দুলালপুর এলাকায় একটি চুনা ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ফ্যাক্টরী গুরিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের।
মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কতৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁ থানার ওসি অপারেশন মাহফুজুর রহমানসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।এসময় কয়েকটি অবৈধ আবাসিক গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে পৌসভার দুলালপুর এলাকায় চুনা ফ্যাক্টরীতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বন্দর ইউনিয়নের কামতাল এলাকার নুরে আলম তার ফ্যাক্টরি চালিয়ে আসছেন।
খবর পেয়ে তিতাসের লোকজন চুনা ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে তার গুড়িয়ে দেয়। এছাড়া গত ১১ আগষ্ট উপজেলার পিরোজপুর এলাকায় তার আরো একটি চুনা ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট’র অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিনসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, সোনারগাঁয়ে যত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।









Discussion about this post