কন্সষ্টেবল লিটনের হাত থেকে চাইনিজ রাইফেল নিয়ে তাতে গুলিভর্তি করে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে গুলি করার পর শাওন নামের এক যুবদল কর্মীর মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশের দারোগা মাহফুজুর রহমান কনক কে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে ।
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা মাহফুজ কনক কে জেলা গোয়েন্দা শাখা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ পরির্দশক ফখরুদ্দিন ভূইয়া।
তিনি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, ঘটনার পরপর এসআই কনককে ডিবি শাখা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত তো হবেই। তবে পুলিশ কক্ষ থেকে কোন তদন্ত কমিটি হয়েছে কি না তা জানেন উর্ধতন কর্মকর্তারা।
তবে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা বষয়টি আড়াল করতে চাইছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল সহ একাধিক কর্মকর্তা কিছুই জানেন না বলে ফোন কেটে দেন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু ছাড়াও পথচারী-নারীসহ গুলিবিদ্ধ হন অঅরও অনেকে।
পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হয়েছেন পুলিশের সদস্যসহ অর্ধশতাধিক মানুষ। এ সময় ডিআইটি বাণিজ্যিক এলাকা ও ২ নম্বর রেলগেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ওই ঘটনায় গোয়েন্দা বাহিনীর উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের গুলি করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত সৃষ্টি হয়। পরে পুলিশ জানায়, মাহফুজ সেটি যে রাইফেল দিয়ে গুলি করেছেন সেটি তার নয়। অন্য এক পুলিশ সদস্যের অস্ত্র নিয়ে তিনি গুলি ছুড়েন।









Discussion about this post