শহর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ । তার আনুমানিক ২৫ বছর। অজ্ঞাত ওই যুবকের বুকে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে ।
সোমবার (২৫ মার্চ) সকালে আমলাপাড়ার ২২ কেবি সাহা লেন সড়কে অজ্ঞাত লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলের কিছুটা দূরে ময়লার ভাগার থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শী অনেকেই জানান, সকালে এসে দেখি একটি যুবকের লাশ সড়কের মাঝে পড়ে আছে। তার বুকে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। পেট থেকে ভুড়ি বেরিয়ে আছে। পরবর্তীতে পুলিশে ফোন দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
অজ্ঞাত লাশের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি।









Discussion about this post