বিষাদের সুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সারাদেশের ন্যয় নারায়ণগঞ্জে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
দুর্গাদেবীর বিসর্জনকে সামনে রেখে বুধবার (৫ অক্টোবর) সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে লাখো সনাতন ধর্মাবলম্বী জড়ো হতে থাকেন। এ সময় পুরুষ সনাতন ধর্মাবলম্বীরা পুষ্পাঞ্জলি গ্রহণ করেন আর নারীরা একে অপরের মুখে সিঁদুরের রং মাখিয়ে দেবী দুর্গা মা কে বিসর্জনের বার্তা দেন।

এরআগে দুর্গাদেবীর বিসর্জনকে সামনে রেখে সন্ধ্যার পর থেকেই জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। একই সময়ে বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা অংশ নেন।
শোভাযাত্রা জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী নদীর পাড়ে গিয়ে শেষ হয়। পরে একে একে চলে প্রতিমা বিসর্জন। এ সময় শীতলক্ষ্যা নদীর তীর সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হয়। এ সময় ঢাক-ঢোল আর কাসার আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
একই সময়ে জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর উপজেরা ছাড়াও সদর উপজেলার শহর ছড়া ফতুল্রা ও সিদ্ধিরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের।









Discussion about this post