রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন ভূঁইয়া ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঞ্জুর হোসেন ভূঁইয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ইউপি সদস্য নাসির মিয়াসহ অনেকেই নিহতের রূহের মাগফেরাত কামনা করে পরিবারের শোক সইবার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন ।









Discussion about this post