এমন অভিযানর পর এলাকার লোকজন বিচ্ছিন্নকারী দলকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তা খুবই ভালো কাজ হয়েছে । লাখ লাখ টাকার গ্যাস ধ্বংস করে এরা কি করে এতোদিন টিকে রইলো তার হিসাব দিবে কে ? এই উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্যাস সংযোগ তিতাসের লোকজন ছাড়া কেউ কি দিতে পারবে ? এতোদিন এই অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কারা প্রতি মাসে মাসোয়ারা গ্রহণ করলো তা বের করবে কে ?
একজন ম্যজিস্ট্রেট কে সামনে রেখে তার দোহাই দিয়ে তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তারাই নতুন করে নাটক মঞ্চায়ন করলো । সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া এই প্রতিষ্ঠানগুলির কি সাজা হবে ? তার হিসাব কি এই ম্যাজিস্ট্রেট দিতে পারবেন ? নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলার মতো সদর উপজেলার ফতুল্লায় হাজার হাজার অবৈধ সংযোগ থাকলেও এখন নাটক মঞ্চায়ন করেতে আসছে এই তিতাসের অসাধু কর্মকর্তারা।
আর এই নাটক মঞ্চায়ন করতে নিয়ে এসেছেন ক্যামেরাম্যানদের । ক্যামেরাম্যানেদের পারিশ্রমিক দিয়ে বিশাল কর্মযজ্ঞ করে ফেছেন এমন প্রচারও করতে অনেকেই ম্যানেজ করেছেন ইতিমধ্যেই ।আর এমন নাটেকের পুরো চিত্রই জানা আছে দেশবাসীর ।
এমন নাটক ছাড়াও এখন আরেক বাণিজ্যের বীজ বপন করলো তিতাসের অসাধু কর্তারা । অভিযানের পর ম্যাজিস্ট্রেট মহোদয়ের নাম ভাঙ্গিয়ে আবার এই অবৈধ গ্যাস সংযোগকারীদের ডেকে নিয়ে মামলার করার ভয়ভীতি দেখিয়ে ফের বাণিজ্য করবে অসাধু কর্তারা। এই হচ্ছে তিতাস কর্তাদের কান্ড ! এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই
জানা যায়, ফতুল্লায় লোহা গলানোর চুল্লির (ভাট্টি) কাজে ব্যবহৃত উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ কারখানা তিনটি সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এছাড়া একটি কারখানার বিরুদ্ধে মামলা দায়ের ও নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
আইন শৃংখলা বাহিনীর সহায়তায় এবং জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ইসরাত আরা খানমের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়।
এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার জব্দ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট ইসরাত আরা খানম জানান, আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ঝুঁকিপূর্ণ লোহা গলানোর চুল্লি (ভাট্টি) ব্যবহার করায় এই তিনটি ঢালাই কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালতের এই অভিযানে আরও উপস্থিত করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিশট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশিদ ও ফতুল্লা জোনের ব্যবস্থাপক জয়নাল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তারা।









Discussion about this post