সিদ্ধিরগঞ্জের থানা পুলিশসহ নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ, সিআইডি ও পরিবেশ অধিদপ্তদরের অসাধুৃ কর্মকর্তাদের নিয়মিত মাসোয়ারা দিয়ে সিএম লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআই এর মান চিহ্ন ব্যবহার করে মশার কয়েল উৎপাদন করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে ।
বুধবার (২ নভেম্বর) বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থিত বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী সিএম লাইসেন্স না নিয়েই মানচিহ্ন ব্যবহার করে মশার কয়েল উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে সান-গ্লো করপোরেশন নামের প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া ওই এলাকায় মিজমিজি উত্তরপাড়ায় অবস্থিত একটি নামবিহীন কয়েল উৎপাদনকারী কারখানা সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
এদিকে একই এলাকায় অবস্থিত নিউ স্পেশাল চিশতিয়া বেকারিকে সিএম লাইসেন্স না নেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের খবরে অনেকেই আরো জানান, এমন দুইটি অবৈধ কয়েল কারখানা সিলগালা করলেও নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও আশেপাশের এলাকায় আরো অন্ততঃ পঞ্চাশটি অবৈধ কয়েল কারখানায় চোরাই গ্যাস, বিদ্যূৎ সংযোগ দিয়ে আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে তাদের কর্মকান্ড ।









Discussion about this post