ফতুল্লা থানার কাশিপুর থেকে ভারতে মানব পাচারকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের মানবপাচার অপরাধ দমন শাখা।
গ্রেপ্তারকৃতের নাম কানিজ ফাতেমা (৪০)।
গত রোববার ১১ ডিসেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি সূত্র জানায়, ফাতেমা বিভিন্ন বয়সের মেয়েদের ভারতে মোটা অঙ্কের বেতনে সেলাইয়ের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে আসত। এরপর তাদের মানব পাচারকারী চক্রের কাছে অর্থের বিনিময়ে হস্তান্তর করত।
পরবর্তীতে মানবপাচারকারী চক্রের সদস্যরা ওই মেয়েদের সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দিত। পাচারকারী চক্র ভারতে নিয়ে তাদের যৌনপল্লিতে বিক্রি করে দিত।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ফাতেমার বিরুদ্ধে ফতুল্লা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে তারা কাজ করে যাচ্ছেন।








Discussion about this post