তিতাস যেন এক লুটপাটের আখড়া। আর নারায়ণগঞ্জ যেন এই লুটপাটের মহা বাণিজ্যালয়। যার কারণে নারায়ণগঞ্জের এমন কোন পাড়া মহল্লা কিংবা ইন্ডাস্ট্রিয়াল জোন নাই যেখানে অবৈধ সংযোগ দিয়ে রমরমা ব্যবসা করছে না তিতাসের অসাধু কর্মকর্তারা।
এক অর্থে তিতাসের চাকুরী নিয়ে একেক জন কর্মকর্তা কর্মচারী যেন রাস্ট্রীয় এই সম্পদের মালিক মহাজন। আর এই মালিক মহাজন সেজে যা ইচ্ছে তাই করে যাচ্ছে তিতাসের অধিকাংশ অসাধু কর্মকর্তা কর্মচারী। এমন লুটপাটের অংশ হিসেবে লোক দেখানো মতে এবং সরকারী নির্দেশনা কাগজে- কলমে দেখানোর জন্য প্রতি মাসে নির্দিষ্ট কয়েকটি অভিযান চালাতে কথিত বিশেষ পেশার লোকজনকে ভাড়ায় ডেকে নিয়ে তিতাস গ্যাস বিচ্ছিন্ন নাটক মঞ্চায়ণ করে। এমন নাটকের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে সংবাদ প্রচার হলেও নিজেদের পিঠ বাঁচাতে সেই নাটক বারংবার মঞ্চায়ন করেই চলেছে অসাধু কর্মকর্তারা ।
অবৈধ তিতাস সংযোগ দিয়ে বিশাল বাণিজ্য, ফের অভিযানের নামে বারবার বাণিজ্য । গ্যাস লাইন কেটে সংযোগ বিছিন্ন করে মামলা থেকে রক্ষা করতে আবারো বাণিজ্য নামের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তিতাসের অসাধুরা । এরই অংশ হিসেবে প্রতিবারের ন্যয় এবার মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভার বেড়িবাঁধ, মোগরাকুল ও বরাবো এলাকার প্রায় তিনশ বাড়ির অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ও ২০০ ফিট বিতরণ লাইন উচ্ছেদ করেন তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ । এমন লোক দেখানোর লক্ষ্যে কয়েকটি সংযোগ বিচ্ছিন্ন করে ফের অবৈধ সংযোগ গ্রহণকারীদের যাত্রামূড়া আঞ্চলিক কার্যালয়ে ডেকে এনে মামলা করে জেল খাটানোর ভয়ভীতি দেখিয়ে ফের বাণিজ্য শুরু করেছে তিতাসের অসাধু কর্মকর্তা কর্মচরাীরা ।
নাম প্রকাশ না করার অনুরোধে রূপগঞ্জের মোড়গাকুল এলাকার এক গৃহবধু বলেন, “আমি সকাল থেইক্কা তিতাস অফিসে আইস্যা বইয়া (বসে) রইছি । গ্যাস তো কাটছেই এবার যদি মামলা দেয় তাইলে তো আরো বিপদ। হের লেইগ্যা তিতাসের একজন স্যার যে আমার বাড়ির লাইন (সংযোগ) দিছিলো হের লগে কথা কইতে আইছি যেন মামলা না দেয়। টাকা কিছু লাগবো কইছে । সকাল থেইক্কা ওই স্যারের লগে কতা কইলেও মামলা থেইক্কা বাচাতে কত লাগবো তা কয় নাই ।”
ওই স্যারের নাম বারবার জিজ্ঞেস করলেও তিনি তার নাম আপাততঃ বলতে চান নাই। “পুরো ঘটনা পরে জানামুনে” বলে মুঠোফোনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এই গৃহবধু ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । মামলার ভয়ে ভীত হয়ে এরই মধ্যে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই সোনারগাঁয়ের যাত্রামূড়া আঞ্চলিক কার্যালয়ে ভীর করেছে বিচ্ছিন্ন করা অনেক অবৈধ সংযোগ গ্রহণকারী ।
জানা যায়, গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বেড়িবাঁধ, মোগরাকুল ও বরাবো এলাকার প্রায় তিনশ বাড়ির অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ও ২০০ ফিট বিতরণ লাইন উচ্ছেদ করেন তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ।
এ সময় তাৎক্ষনিক ৫০ হাজার টাকা বকেয়া আদায় ও বকেয়া থাকার কারণে ৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিচ্ছিন্ন অভিযানে এ সময় উপস্থিত ছিলেন : প্রকৌ. মো. রিয়াজুল ইসলাম, উপ ব্যবস্থাপক, শাহিনুজ্জামান, সোহেল রানা, উপ সহকারী প্রকৌশলী কাজী সাইফুর রহমান, সুপারভাইজার, ফায়জুল ইসলাম প্রমুখ।









Discussion about this post