রূপগঞ্জে একটি স্টিল মিলে কাজ করার সময় মিলের ভাট্টি থেকে সৃষ্ট বিষ্ফোরণে সাত জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে সংকর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) বিকালে উপজেলার ভূলতা গোলাকান্দাইল এলাকার আরআইসিএল স্টিল মিলে ওই বিষ্ফোরণের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- ইয়াসিন (৩৩), ইব্রাহিম, (৩২), অয়ন (২০) জুয়েল(৩৫), রাব্বি (৩৫) আলমগীর (৩০)।
দগ্ধদের সহকর্মী উদ্ধারকারী আশিক হাসান জানিয়েছেন, রোলিং মিলে ভাট্টিতে লোহ গলানোর কাজকরছিলেন সবাই। এসময় হঠাৎ একটি বিষ্ফোরণের শব্দ শুনে এগিয়ে যাই। ভাট্টি থেকে গলিত গড়ম লোহা ছিটকে এস তারা দগ্ধ হন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে সাতজন শ্রমিক দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি হয়েছেন। এর মধ্যে সংকর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে প্রথমিক ভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।









Discussion about this post