ফতুল্লায় তুচ্ছ ঘটনায় আবু তাহের নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের (৪০) ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশুদের মধ্যে ঝগড়া হয়।
বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন আবু তাহেরকে উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আনার পর কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা হামলার শিকার আবু তাহেরকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ের জামাতা পরিচয় দিয়ে মুঠোফোনে জানায় এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ।
ফতুল্লা মডেল থানার দায়িত্বরত পরিদর্শক (তদন্ত) মহসিন নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি, তদন্ত চলছে । তবে প্রাথমিক ভাবে জানতে পেরেছি বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করেই এই ঘটনা। আইনগত ব্যবস্থা নেয়া হবে ।









Discussion about this post