রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে হাতি প্রতীকে ৩ হাজার ৬৪০ ভোট পেয়ে শমসের আলী বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকে নুর আলম মুন পেয়েছেন ৩ হাজার ১৯৭ ভোট।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাজাল্লি ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, র্যাবের দুটি টিম, ২৪৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
তিনি আরও বলেন, বিগত দিনেও ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওয়ার্ডটিতে মোট ভোটার ২২ হাজার ৭ জন। ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। এই উপ-নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৬ জন। তাদের মধ্যে সাত জনই মামরার আসামী ছিলেন ।
বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর হত্যা মামলার তদন্তে নেমে রাব-১ এর অভিযানে মাদক ও অস্ত্র মামলায় ওই ওয়ার্ডের তৎকালীন সদস্য বজলুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চলতি বছরের ৩১ মার্চ সন্ধ্যায় মারা যান তিনি। এরপর ওই ওয়ার্ডের নির্বাচনী তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।









Discussion about this post