বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন ঈদের নামাজ আদায়ের পর সাধ্যানুযায়ী পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। কমিটির সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: আ: হামিদ জমাদ্দারের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় জানানো হয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, জেলা ও বিভাগীয় শহর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি একইদিনে কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবটি।
এছাড়া ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোববার চাঁদ দেখা যায়নি বলে এসব দেশেও ২৯ জুন ঈদ উদযাপিত হবে।

ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসবের একটি। চলতি কথনে এই উৎসবটি কোরবানি বা কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদুল আজহার অর্থ হলো ‘ত্যাগের উৎসব’।
এদিন বিশ্বের মুসলিমরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদের নামাজ আদায় করেন এবং স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কুরবানি দেন।
ইসলামী চন্দ্র পঞ্জিকায় ঈদুল আজহা জিলহজের ১০ তারিখে পড়ে। তবে আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় এ তারিখ প্রতি বছর ভিন্ন হয়। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।









Discussion about this post