রূপগঞ্জে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে পরিবারের দাবির সাথে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় মিল না পাওয়ায় এ নিয়ে তৈরি হয়েছে রহস্য।
শুক্রবার (৩০ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত সাকিবা আক্তার (১২) শিমুলিয়া এলাকার করিম মিয়ার মেয়ে। সে স্থানীয় পিতলগঞ্জ-ব্রাহ্মণখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করতো।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বিকেলে শিমুলিয়া এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ হেফাজতে নেয় পুলিশ।
তিনি বলেন, পরিবারের সদস্যরা বাথরুমে পড়ে গিয়ে মৃত্যুর কথা বললেও, প্রাথমিক পরীক্ষানিরীক্ষা থেকে চিকিৎসকরা ধারণা করছেন ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরও জানান, নিহতের ঘাড় ভাঙ্গা এবং গলায় রশির চিহ্ন রয়েছে। এছাড়া তার গোপনাঙ্গেও বিশেষ আলামত পাওয়া গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।









Discussion about this post