আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরবানীর চামড়া কেনার সময় এক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে কুপিয়ে ও পিটিয়ে যখন করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে ঈদের দিন বৃহস্পতিবার ২৯ জুন) সকাল নয়টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর এলাকায়।
এ ব্যাপারে আহত ব্যবসায়ী শেখ ফরিদের বাবা জজ মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঈদের দিন বৃহস্পতিবার সকাল ৯ঃ০০ টায় শেখ ফরিদ ও তার দুই সহযোগী মাসুম এবং মুহাম্মদ সেন্টু কোরবানির গরুর চামড়া কেনার জন্য জনৈক সলিমুল্লাহর নিকট যায়। ওইখানে অবস্থানরত ওই গ্ৰামের মনির, মোহাসিন, সাকিল সহ আরও ১০/১২ জন লোক তাদের চামড়া কেনার জন্য নিষেধ করেন এবং ওখান থেকে চলে যেতে হুমকি প্রদান করেন।
তখন শেখ ফরিদ তাদের কাছে কারন জানতে চাইলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।
এ সময় শেখ ফরিদ (৩২) কে উপর্যপুরী কুপিয়ে এবং সেন্টুভ(৪২) এর হাতে টেটাবিদ্ধ করে মাসুম (২২) কে পিটিয়ে গুরুতর আহত করে ।
শেখ ফরিদের সাথে থাকা চামড়া কেনার নগদ ৩০ লক্ষ টাকা এবং দুটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়।
এসময় আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে মেঘনা নদী দিয়ে ট্রলারযোগে হাসপাতালে নেওয়ার পথে সন্ত্রাসীরা স্প্রিডবোর্ড দিয়ে তাদের পথরোধ করে আবারো মারধর করে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পালাতক থা আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।









Discussion about this post