নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঘরের মদ্যে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রমজান (২২), আলম (৩০) ও রিফাত (১২)।
দগ্ধদের শনিবার দিবাগত গভীর রাত ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আত্মীয় তৃপ্তি বেগম জানায়, আমরা সবাই একটি কোম্পানিতে চাকরি করি। রাতে নিজেরা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে তিনজন দগ্ধ হন। দগ্ধদের সবার বাড়ি কুমিল্লায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় তারা চাকরি করতেন।
স্থানীয় একাধিক জানায়, আসলে এই ঘরটি খালী একটি ঘর । এই ঘরে একটি রাইজার থাকলেও আসলে এই কক্ষ্যে কেউ থাকে না। নেশা করতে উচ্ছৃংখল যুবকরাই এই কক্ষে আড্ডা দেয় । রাতের কোন এক সময় হয়তো এই কক্ষে নেশা করতে গিয়ে আগুণের সূত্রপাত থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে।
এমন ঘটনায় তৃপ্তি বেগমের সাথে পুনরায় একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন সংযোগ বারবার বিচ্ছিন্ন করে দেন। এক পর্যায়ে কথা ফোন রিসিভ করে তিনি এ বিষয়ে কোন কথা বরতে পারবেন না বলেও জনাান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রমজানের ৫৮ শতাংশ এবং সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, রাতে ফতুল্লায় বিস্ফোরণে ওই তিনজন দগ্ধদের হসপাতালে আনা হয়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।









Discussion about this post