দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবার মঙ্গলবার (আজ) সকাল থেকে চালু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন।
অর্থাৎ সকাল ৭টা থেকে চলাচল করবে ট্রেন।
এরই মধ্যে গত গত ২৫ জুলাই মঙ্গলবার নারায়ণগঞ্জে উপস্থিত হয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন পহেলা আগষ্ট থেকে ট্রেন চালু হওয়ার ঘোষনা দেয়ার পর দফায় দফায় রেল লইনের পরীক্ষা নিরীক্ষা চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক ট্রেনের ইঞ্জিন নিয়ে চলাছল করে রেলওওয়ের কর্মকর্তারা। রেল লাইন মেরামত ছাড়াও রেলওয়ে স্টেশন ও রেল গেইটের মরোমত করতেও দেখা গেছে।
সোমবার (৩১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল করবে।
এর আগে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, পহেলা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল করবে। পদ্মা লিংক প্রকল্পের কাজ করার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।
তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ধরনের সমস্যার কারণে কন্টাক্টর কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে টেন্ডারিং করে আমরা দ্রুত কাজ শুরু করব এবং আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো।
উল্লেখ্য গত বছর ৪ ডিসেম্বর থেকে তিন মাসের জন্য ঘোষনা দিয়ে বন্ধ করা হয় ঢাকা নারায়ণগঞ্জের রেল যোগাযোগ।









Discussion about this post