রূপগঞ্জে চালক ফরহাদ হোসেনকে(২০) শ্বাসরোধে হত্যা করে ব্যাটারি চালিক অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের আনন্দ হাউজিং প্রকল্পের ভিতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অটো চালক ফরহাদ হোসেন উপজেলার ভিংরাবো এলাকার মজিবুরের ছেলে।
নিহতের পরিবার ও রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, গত মঙ্গলবার সকালে ফরহাদ হোসেন তার ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বাড়ীতে বের হয়। এরপর আর সে বাড়ী ফিরেনি। এদিকে বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন আনন্দ হাউজিংয়ের ভিতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ সময় নিখোজ ফরহাদের পরিবারের লোকজন মরদেহ দেখে সনাক্ত করেন এটা ফরহাদের মরদেহ।
পুলিশ আরো জানান, মঙ্গলবার রাতের যেকোন সময় দুর্বৃত্তরা চালকে শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আরো জানান









Discussion about this post