নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
শাসক দলের নেতাদের ক্ষমতার জোড়ে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের নানা অপরাধের হোতা মহা তদ্বিরবাজ জয়নাল আবেদীনকে গ্রেফতারের পর সদর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে ।
নারায়ণগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও বিতর্কিত জাতীয় পার্টি নেতা আল জয়নালকে বুধবার ২৪ এপ্রিল মধ্যরাত ১২ টায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের খবর পেয়ে সদর থানায় উপস্থি হয়ে কুক্ষাত এই অপরাধীর কয়েকজন স্ত্রী, সন্তান ও দালালদের অনেকেই ।
খবর সংগ্রহে মধ্যরাতেই গণমাধ্যমকর্মীরা সদর থানা উপস্থিত হলে পুলিশও আল জয়নালকে আড়াল করতে গণমাধ্যম কর্মীদের সাথে নানাভাবে নাটকীয় আচরণ করতে থাকে । প্রায় রাত দুইটা পর্যন্ত চলে এমন আচরণ । চাঁদাবাজি মামলার আসামী হওয়ার পরও কুখ্যাত এই ভুমিদস্যু জয়নালকে পুলিশের কেউ কেউ জামাই আরে করতে দেখা যায় ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জমি সংক্রান্ত ঘটনায় চাদাবাজির আইনে মামলা করে। রাতে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারের পর ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে ।
আদালতের ইন্সপেক্টর হাবিবুর রহমান ও কোর্ট দারোগা সীমা রানী জানান, আল জয়নালের বিরুদ্ধে পুলিশ ১০ দিনের আবেদন করেছে । আদালত বেলা তিনটার পর রিমান্ড শুনানীর জন্য ধার্য করেছে ।
জয়নাল আবেদীন গ্রেফতারের খবর পুরো জেলায় ব্যাপক আলোচান সমালোচনার সৃষ্টি হয়েছে । জামায়াত ও শিবিরের পৃষ্ঠপোষক হয়ে ব্যাংক থেকে বিশাল টাকা নিয়ে নাান ভাবে ভুমিদস্যুতা করে শহরের অনেকেকেই নিঃস্ব করে দিয়েছে জয়নাল । তার কঠোর শাস্তি দাবী করেছে অনেকেই ।









Discussion about this post