নারায়ণগঞ্জ সদর থানায় র্যাবের দায়ের করা মাদক মামলায় শাহাবুল হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷
বুধবার (১৬ আগষ্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।
এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) শিপ্রা মোদক বলেন, ‘মাদক মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ১৩ জন সাক্ষী মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন। আজ রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন৷ রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন প্রদান করেন। পাশাপাশি আরও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন৷’
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ৬ জুন নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকা থেকে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুল হাসান নামের ওই আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১।
পরে সদর মডেল থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ ২০ দিনের মাথায় ২৬ জুন অভিযোগপত্র আদালতে দাখিল করে।
অল্প সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করা হয়। আদালতেও দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হয়েছে৷ আসামিকে রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।









Discussion about this post