নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা থেকে ছেড়ে যাওয়া কুয়াকাটাগামী পিকনিকের বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন।
এসময় নারী ও শিশুসহ ১৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইসলাম নারায়ণগঞ্জ বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে।
আহতদেরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরিশাল শেরে এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, নারায়ণগঞ্জের বন্দর থেকে পরিবার-পরিজন নিয়ে কুয়াকাটা পিকনিক করতে আসেন মো. ইসলাম। তাদের বহনকারী সেন্টমার্ট বাসটি ঘটখালী পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এসময় ওই বাসে থাকা ৪৫ জন যাত্রীর মধ্যে ১৮ জন আহত হন। তাদেরকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল শের এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মো. ইসলাম নিহত হন।









Discussion about this post