নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ভটভটির সংঘর্ষ হয়েছে।
এতে ট্রেনের তেলের ট্যাংক ফুটো হয়ে তেল ঝরে পড়ে। এ ছাড়াও ভটভটিচালক গুরুতর আহত হন।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ আগস্ট) বিকেল সোয়া ৩টায় ফতুল্লার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত ভটভটিচালকের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। আহত চালকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেনের সামনে পড়ে সিমেন্টবোঝাই ভটভটি।
এতে বিকট শব্দে চালকসহ ভটভটিটি অনেকটা দূরে ছিটকে পড়ে। এ সময় ট্রেনের সামনের দিকে ও তেলের ট্যাংকে ভটভটির সংঘর্ষ হয়। এতে ট্যাংক ফুটো হয়ে তেল ঝরে পড়ে।
তখন ট্রেনটি দুর্ঘটনাস্থলেই থেমে যায়।
পরে ট্রেনটিকে ফতুল্লা রেলস্টেশনে নেওয়া হয়
অন্যদিকে ভটভটির হেলপার দুর্ঘটনার আগে ট্রেন দেখেই পালিয়ে যায়। ওই অবস্থায় চালক একাই চেষ্টা করছিলেন রেললাইন থেকে গাড়িটি সরানোর। কিন্তু ট্রেন এসে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
চাষাঢ়া রেলস্টেশন মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন জানান, ট্রেনটি ফতুল্লা রেলস্টেশনে রাখা হয়েছে। আরেকটি ইঞ্জিন এলে রেল চলাচল স্বাভাবিক হবে।
নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি একটি অবৈধ লেভেলক্রসিং।









Discussion about this post