“দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হত্যা করেছে এই সরকার। এই সরকার ক্ষমতায় থাকতে দেশে আর সুষ্ঠু নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নাই। তাই আমাদের আজ শপথ নিতে হবে বিএনপি নেতাকর্মীদের যতই অত্যাচার নির্যাতন, জেল-জুলুম দেওয়া হোক না কেন বাংলাদেশের মাটিতে আর একদিনের জন্য এই সরকারকে ক্ষমতায় রাখতে চাই না।”
এভাবেই দেশ ও জাতি আজ আওয়ামীলীগের হাতে বন্দি বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন ফারুক।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো পতাকা মিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পতনের যে এক দফা দাবি দিয়েছে দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৮৫ ভাগ মানুষ এই দাবির প্রতি সমর্থন করে। তাই যতক্ষণ পর্যন্ত এই সরকার পদত্যাগ না করবে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হবে, গণতন্ত্র ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বিএনপি আন্দোলনের মাঠে সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যাবে।
জয়নাল আবেদীন ফারুক বলেন, নারায়ণগঞ্জসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে, মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনের নামে নির্বাচন নির্বাচন খেলা আর হতে দেওয়া হবে না। জেল-জুলুম হামলা মামলা গুম করে বিএনপি নেতাকর্মীদের দমানো যাবে না। বিএনপির একটি কর্মী জীবিত থাকতে এই দেশে আর নির্বাচন নির্বাচন খোলা হতে দেয়া হবে না।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ প্রমুখ।









Discussion about this post